লিটন দাসকে অভিনন্দন আইসিসির

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপে শুরু থেকে রান পাননি লিটন দাস। দেশের সেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে ব্যাটিংয়ের দায়িত্ব এসে পড়ে লিটন দাসের উপর। কিন্তু তাতে অনেকটাই ব্যর্থ ছিলেন তিনি। সমালোচনার তোপও এসেছে তার দিকে। অবশেষে ফাইনালে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান।

লিটনের এমন বীরোচিত ইনিংসের পুরস্কারও তিনি পেয়েছেন। বাংলাদেশ হারলেও ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বার্তায় আইসিসি অভিনন্দন জানিয়েছে লিটনকে।

আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান।’
সূত্র : ডেইলি বাংলাদেশ