বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৩ ও ১৪ আগস্ট পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক ইউনুস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে উপজেলা পরিষদ পুকুরে ১০০ কেজি, বকশীগঞ্জ থানা পুকুরে ৫০ কেজি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুকুরে ৩৫ কেজি, জব্বারগঞ্জ দশানী নদীতে ১০০ কেজি, বাট্টাজোড় কে আর আই মাদরাসা পুকুরে ৩০ কেজি ও কামালের বার্তী আশ্রয়ণ প্রকল্প পুকুরে ৩৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।