এরশাদের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
সব জল্পনা-কল্পনা আর রাজনৈতিক ভাবনার অবসান ঘটিয়ে অবশেষে এরশাদের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারত সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২৩ জুলাই দুপুরে পররাষ্ট্র দপ্তরে সুষমার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ের এই বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে সুষমা স্বারাজের সঙ্গে ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাপা চেয়ারম্যানের প্রেস এণ্ড পলিটিকেল সেক্রেটারি সুনীল শুভ রায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার।

এরআগে ২২ জুলাই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতি।

ভারত সরকারের আমন্ত্রণে ২২ জুলাই সকালে দিল্লি যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২৫ জুলাই বিকেলে এরশাদ দেশে ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে ।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম