বিপুল ভোটে বিজয়ী হলেন ফরিদুল হক খান

মো. ফরিদুল হক খান

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান ১ লাখ ৮০ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৩০ ডিসেম্বর রাতে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সহকারী রির্টানিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, নৌকা প্রতীক নিয়ে ফরিদুল হক খান দুলাল পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ১৬ হাজার ৭২১ ভোট।

অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মিনহাজ উদ্দিন ৮২২, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মুনজুরুল আহসান খান ৬৩১, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফা আল মাহমুদ ২১৯ ভোট পেয়েছেন।