সেনাবাহিনী মাঠে থাকবে ২৪ ডিসেম্বর থেকে

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

সচিব বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল।

সচিব আরো বলেন, ভোটকেন্দ্র থেকে ভিডিও করা যাবে না। তবে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই। এক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই অফিসের নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে সাংবাদিক পরিচয়পত্র নিতে হবে।

সচিব বলেন, মোবাইলের গতি কমানো বা টু-জিতে নামিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন পরামর্শ এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে।
সূত্র : ডেইলি বাংলাদেশ