জামালপুরে সেবার মানচিত্র বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীর সেবা নিশ্চিতের লক্ষ্যে বহুমাত্রিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার তথ্য সংগ্রহের পর সেবা মানচিত্র ও তথ্য যাছাই বিষয়ক কর্মশালা ১৯ নভেম্বর জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম, ইউএনএফপিএ এর প্রোগ্রাম এ্যানালিস্ট এডিথ এ্যাকিকর, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জিভিবি সাব-ক্লাস্টার কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার (জেন্ডার) আবু সাঈদ সুমন, হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার সাবিনা পারভীন, জেলা সহায়ক ফয়জুর রহমান, আস্থা প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, আইন সালিশ কেন্দ্রের প্রজেক্ট অফিসার মো. হুমায়ূন কবীর, মনিটরিং এন্ড ইভোলয়েশন এক্সপাট শামীম আক্তার জাহান প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল রিমু।

সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, সার্ভিস ম্যাপিং আস্থা প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো উদ্যোগ। সার্ভিস ম্যাপিং এর মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীরা বহুমাত্রিক সেবা সর্ম্পকে সহজেই জানতে পারবে এবং তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্য অ্যাম্বাসী অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস্ এর অর্থায়নে, ইউএনএফপিএ ও আইন সালিশ কেন্দ্র (আসক) এর যৌথ সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত, জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারী ও কন্যা শিশুদের জন্য যথাযথ বহুমাত্রিক সেবা প্রাপ্তির লক্ষ্যে আস্থা প্রকল্পটি জামালপুর জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।