বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চরশৌলমারী চ্যাম্পিয়ন

চরশৌলমারী ইউনিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, রাজীবপুর ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের (অনূর্ধ্ব-১৭) কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে চরশৌলমারী ইউনিয়ন দল। ১৬ সেপ্টেম্বর বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১-০ গোলে বন্দবেড়ে ইউনিয়ন দলকে পরাজিত করেছে। একমাত্র গোলটি করেন বিজয়ী দলের খেলোয়াড় সম্রাট আলমগীর।

টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন বন্দবেড়ে ইউনিয়ন দলের খেলোয়াড় আলমগীর এবং ম্যান অফ দা ম্যাচ হয়েছেন চরশৌলমারী ইউনিয়ন দলের খেলোয়াড় সম্রাট আলমগীর।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, আবু হোরায়রা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, আবু সাইদ কাকন প্রমুখ।