সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : মমিনুল ইসলাম কিসমত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই সকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, ওসি তদন্ত মোহাম্মদ মহব্বত কবীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অলোচনা সভায় শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

বক্তারা সরিষাবাড়ী থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ও ছাত্রীসহ সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেন। এ সব অপরাধ যেখানেই সংগঠিত হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ারও পরার্মশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *