শেরপুরে একতরফা ডিক্রি ও ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর, মঙ্গলবার সকালে বাগরাকসা মহল্লায় ভুক্তভোগী কয়েকটি পরিবার এ মানববন্ধনের আয়োজন করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস সালাম, শাহ আলম, হারুন মিয়া প্রমুখ।
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, পারিবারিক ওয়ারিশ সূত্রে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ডিক্রি জারি থাকা ভূমিতে আমরা বসবাস করে আসছি। কিন্তু কোন ধরনের নোটিশ না দিয়েই গোপনে একতরফা ডিক্রি করিয়ে নিজ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আইনজীবীর মাধ্যমে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়ায় রয়েছি। আমাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হলে খোলা আকাশের নীচে ছাড়া দাঁড়াবার আর কোন ঠাঁই নাই।
উচ্ছেদ আদেশ পাওয়া ব্যক্তিরা সাংবাদিকদের কাছে তাদের পাঁচটি দাবি তুলে ধরে জানান, তাদেরকে উচ্চ আদালতে পূর্ণ শুনানির সুযোগ দিতে হবে। উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একতরফা ডিক্রি বাতিল করে পুনরায় বিচার করতে হবে। বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 
















