ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লবের যৌথ আয়োজনে নিসর্গবিদ দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ এর ‘জীববৈচিত্র পুরস্কার’ পেয়েছেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, প্রকৃতিবিদ, লেখক ও গবেষক মিজানুর রহমান ভূঁইয়া। ৩০ আগস্ট, শনিবার বিকালে রাজধানী ঢাকায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক দেওয়া হয়।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
এ ছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা বেনু, ও সাধারণ সম্পাদক মোকাররম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূঁইয়া একজন খ্যাতিমান প্রকৃতিবিদ, পরিবেশ গবেষক, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। চার দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের জীববৈচিত্র সংরক্ষণ, প্রকৃতি শিক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। ‘সূর্য গ্রহণকালে পাখির আচরণ’, ‘রাসেল ভাইপার সাপের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গবেষণা’, ‘বন ও জলাভূমি ব্যবস্থাপনা নিয়ে গবেষণা’ ইত্যাদি তার গবেষণাকর্মের মধ্যে উল্লেখযোগ্য।
তিনি বাংলাদেশে প্রকৃতি ও পরিবেশ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ তিনটি সংগঠন- নটরডেম নেচার স্টাডি ক্লাব, নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন।
তিনি ‘নিসর্গ’ নামে একটি পরিবেশ ও প্রকৃতি ভিত্তিক সচেতনতামূলক সাময়িকী এবং নেচার স্টাডি ডাইজেস্ট সম্পাদনা ও প্রকাশ করেন। নটরডেম কলেজের জীববিজ্ঞান প্রায়োগিক ম্যানুয়াল বাংলা ও ইংরেজি অনুবাদ ও সহ-লেখক হিসাবে ভূমিকা রাখেন তিনি। যা বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষাসূত্র। তার ছাত্র-ছাত্রীরা আজ দেশে-বিদেশে পরিবেশ গবেষণা, সংরক্ষণ, নীতি প্রণয়ন এবং শিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
প্রকৃতিবিদ, পরিবেশ গবেষক, শিক্ষাবিদ মিজানুর রহমান ভূঁইয়া এ প্রতিবেদককে বলেন, কখনোই পুরস্কারের আশায় এসব কাজ করিনি। আর এটি হওয়াও উচিত না। মানুষ হিসাবে নিজের দায়বদ্ধতা থেকেই পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছি। যতদিন শরীর সহায়তা করবে ততদিনই এ কাজের জন্য নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।
এ ছাড়াও ‘বৃক্ষসখা’ সম্মাননা পেয়েছেন মো. আমিনুল ইসলাম, প্রথম মিয়াওয়াকি বন সৃজনের জন্য ‘প্রকল্প সোনা পাহাড়’ এবং সবুজ চাকমা।
আয়োজক সংগঠন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন জানান, যারা পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদান রাখার মাধ্যমে নতুন প্রজন্মসহ সবাইকে অনুপ্রাণিত করে চলেছেন তাদের অবদানের স্বীকৃতি দিতেই দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ আয়োজন করেছি। এ ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকব।
তিনি আরও জানান, এ পদক শুধু সম্মাননা নয়। এটি একটি আহ্বান- প্রকৃতির প্রতি ভালবাসা যেন জীবনের একটি অংশ হয়ে উঠে। এই আহ্বান একটি টেকসই পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে। এই পরিবেশ পদক একদিকে যেমন প্রকৃতি সংরক্ষণে আমাদের প্রেরণা যোগাবে, অন্যদিকে দোষণ থেকে মুক্তির পথ খুঁজতেও সাহায্য করবে।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 



















