ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক

জামালপুরে পার্টনার কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : পার্টনার কংগ্রেসের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

২০২৪-২৫ অর্থবছরে পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনেরশিপ অ্যাড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে, মঙ্গলবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

প্রধান অতিথি বলেন, জমিতে বিষ প্রয়োগ না করে কৃষক করিম কিভাবে লাভবান হয়েছে সেই বিষয়গুলো সমাজে তুলে ধরেন। জৈব সার না দেওয়ার কারণে মাটির কি অবস্থা তা তুলে ধরেন। বিষ প্রয়োগের মাধ্যমে কার কতগুলো মুরগি বা ছাগল মারা গেল তা তুলে ধরেন। যেন সবাই ভয় পায়। এই বিষের জন্য গ্রামের মানুষের শরীরে ক্যান্সার বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরেন। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ দিক। এগুলো সমাজে তুলে ধরতে হবে। তা হলে গ্রামের সাধারণ মানুষেরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে শতকরা ১০ জন কিডনি রোগে আক্রান্ত। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক কিভাবে আসছে, সেই বিষয়ে কাজ করতে হবে। একশ্রেণির মানুষ ব্যবসার স্বার্থে সরকারকে চাপ দিয়ে এসব রাসায়নিক সার দেশে ঢুকাচ্ছে। এগুলো আমাদের দেশে কোন দরকার নেই। সবার বোঝা উচিৎ বিদেশে বছরে একবার চাষ করা হচ্ছে। আর আমাদের দেশে বছরে তিনবার চাষ করা হচ্ছে। এই তিনবার চাষের জন্যে আমরা জমিতে তিনবার বিষ দিচ্ছি। এতে মাটি বিষাক্ত করা হচ্ছে। আমরা যে চাল খাই, সেই চালে রাসায়নিক আছে। আপনার শরীরে ক্যান্সার হওয়ার জন্য আর কিছু খাওয়ার দরকার নেই। ভাত খাওয়াই যথেষ্ট।

ড. সালমা লাইজু বলেন, এখানে আপনারা যারা এসেছেন আপনাদের স্কুল শেষ হয়ে গিয়েছে। তারপরের কার্যক্রমের দ্বায়িত্বটা আপনাদের। এখন আপনারা যদি মনে করেন এখানে আর গেলে কোন অনারিয়াম দিবে না বা ফেসিলিটি পাওয়া যাবে না তা হলে আমার স্কুল করার দরকার কি? তা হলে গুডবাই বা শেষ। আপনি যদি এটাকে নৈতিক দ্বায়িত্ব মনে করেন এবং মনে করেন আমার জন্য সরকার এই কষ্টটুকু করেছিল, এই জ্ঞানকে আমি সারাজীবন পুঁজি করে ব্যবহার করবো, তা হলে অবশ্যই আপনি লাভবান হবেন। এছাড়া এই কংগ্রেসে এসে কোন লাভ নেই। স্কুল করে কোন লাভ নেই। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন।

তিনি বলেন, আপনারা নিজ স্বার্থে আপনাদের এই স্কুলগুলো সক্রিয় রাখেন। সমিতি গঠন করেন। আপনারা সাপ্তাহিক। ১৫ দিন বা মাসিক কর্মসূচি বাস্তায়ন করে সজিব রাখেন ওই এলাকার কৃষকদের জন্য। আপনারা একটা আদর্শ বিষয় উপস্থাপন করেন তাতে সাধারণ কৃষক উপকৃত হবে ইনশাআল্লাহ।

জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সারোয়ার পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক জেসমিন জাহান। আলোচনা সভা শেষে কৃষকের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে পার্টনার কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

২০২৪-২৫ অর্থবছরে পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনেরশিপ অ্যাড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে, মঙ্গলবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

প্রধান অতিথি বলেন, জমিতে বিষ প্রয়োগ না করে কৃষক করিম কিভাবে লাভবান হয়েছে সেই বিষয়গুলো সমাজে তুলে ধরেন। জৈব সার না দেওয়ার কারণে মাটির কি অবস্থা তা তুলে ধরেন। বিষ প্রয়োগের মাধ্যমে কার কতগুলো মুরগি বা ছাগল মারা গেল তা তুলে ধরেন। যেন সবাই ভয় পায়। এই বিষের জন্য গ্রামের মানুষের শরীরে ক্যান্সার বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরেন। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ দিক। এগুলো সমাজে তুলে ধরতে হবে। তা হলে গ্রামের সাধারণ মানুষেরা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে শতকরা ১০ জন কিডনি রোগে আক্রান্ত। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক কিভাবে আসছে, সেই বিষয়ে কাজ করতে হবে। একশ্রেণির মানুষ ব্যবসার স্বার্থে সরকারকে চাপ দিয়ে এসব রাসায়নিক সার দেশে ঢুকাচ্ছে। এগুলো আমাদের দেশে কোন দরকার নেই। সবার বোঝা উচিৎ বিদেশে বছরে একবার চাষ করা হচ্ছে। আর আমাদের দেশে বছরে তিনবার চাষ করা হচ্ছে। এই তিনবার চাষের জন্যে আমরা জমিতে তিনবার বিষ দিচ্ছি। এতে মাটি বিষাক্ত করা হচ্ছে। আমরা যে চাল খাই, সেই চালে রাসায়নিক আছে। আপনার শরীরে ক্যান্সার হওয়ার জন্য আর কিছু খাওয়ার দরকার নেই। ভাত খাওয়াই যথেষ্ট।

ড. সালমা লাইজু বলেন, এখানে আপনারা যারা এসেছেন আপনাদের স্কুল শেষ হয়ে গিয়েছে। তারপরের কার্যক্রমের দ্বায়িত্বটা আপনাদের। এখন আপনারা যদি মনে করেন এখানে আর গেলে কোন অনারিয়াম দিবে না বা ফেসিলিটি পাওয়া যাবে না তা হলে আমার স্কুল করার দরকার কি? তা হলে গুডবাই বা শেষ। আপনি যদি এটাকে নৈতিক দ্বায়িত্ব মনে করেন এবং মনে করেন আমার জন্য সরকার এই কষ্টটুকু করেছিল, এই জ্ঞানকে আমি সারাজীবন পুঁজি করে ব্যবহার করবো, তা হলে অবশ্যই আপনি লাভবান হবেন। এছাড়া এই কংগ্রেসে এসে কোন লাভ নেই। স্কুল করে কোন লাভ নেই। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন।

তিনি বলেন, আপনারা নিজ স্বার্থে আপনাদের এই স্কুলগুলো সক্রিয় রাখেন। সমিতি গঠন করেন। আপনারা সাপ্তাহিক। ১৫ দিন বা মাসিক কর্মসূচি বাস্তায়ন করে সজিব রাখেন ওই এলাকার কৃষকদের জন্য। আপনারা একটা আদর্শ বিষয় উপস্থাপন করেন তাতে সাধারণ কৃষক উপকৃত হবে ইনশাআল্লাহ।

জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সারোয়ার পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক জেসমিন জাহান। আলোচনা সভা শেষে কৃষকের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।