শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা পর্যটন এলাকা পরিদর্শন করতে গিয়ে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন রক্ষায় অবৈধ দখলদারমুক্ত করতে বন বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। সরকারকে আলাদা আলাদা জায়গা থেকে দেখার কোন সুযোগ নেই। হাতি ও মানুষ কিভাবে সহাবস্থানে থাকতে পারে এটিও আমাদেরকে দেখতে হবে।
২৬ মে, সেমাবার দুপুরে দাওধারা পর্যটন এলাকা পরিদর্শকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাতির আবাসস্থল ধ্বংস করার কারণে হাতি লোকালয়ে প্রবেশ করছে। কি করলে হাতি লোকালয়ে আসবে না, হাতির খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে, তা দেখতেই আমরা এসেছি। এদিকে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে বনের গাছ উজার হচ্ছে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা।
এ সময় বিভাগীয় বন সংরক্ষক কাজী মুহম্মদ নুরুল করিম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তবৃন্দ উপদেষ্টার সাথে ছিলেন।
এরপর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মধুটিলা ইকো পার্ক পর্যটন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
এদিকে দাওধারা থেকে ফেরার পথে বনে অবৈধ দখলদারদের লোকজন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর হামলা করে। অবৈধ দখল প্রশ্নে দখলদারেরা সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়। এছাড়াও দাওধারা পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষে লোকজন বিতন্ডায় লিপ্ত হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এখন টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলাটিভির নাইম ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন। ওই সময় সাংবাদিক সৌরভকে উপদেষ্টার গাড়িতে তুলে নিলে উপদেষ্টার গাড়ির উপর চড়াও হয় তারা। পরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
																			 
																		 
										 মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম
																মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম								 









