ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
সেনাবাহিনীর অভিযান

সরিষাবাড়ীতে ব্যবসায়ী বিএনপিনেতার গুদাম থেকে ৫২০০ কেজি সরকারি চাল উদ্ধার

সরিষাবাড়ী : অবৈধ মজুদদার বিএনপিনেতা আলী হোসেন ও উদ্ধার হওয়া চালের বস্তা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ব্যবসায়ী বিএনপিনেতা আলী হোসেনের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ পাঁচ হাজার ২০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। ১৯ মে সোমবার রাতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করে। এ ঘটনায় ২০ মে মঙ্গলবার সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় পাঁচ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়। এই চাল দু:স্থদের জন্য বরাদ্দকৃত।

সরিষাবাড়ী : অভিযানের সময় অবৈধ মজুদদার বিএনপিনেতা আলী হোসেনের গুদাম পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও লিজা রিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ মজুদদার অভিযুক্ত পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধার করা চাল প্রশাসনের উপস্থিতিতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুদাম মালিক বিএনপিনেতা আলী হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ব্যবসায়ী আলী হোসেন ও শুক্কুর মিয়াকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পিংনা ইউনিয়নে পাঁচ মাসের ভিজিডি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রতি উপকারভোগী পরিবারকে বিনামূল্যে ১৫০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। সরকারি সহায়তার এই চাল কোনভাবেই বিক্রি বা গুদামে মজুত করার সুযোগ নেই। এটি সরকারের স্পষ্ট নীতিমালার লঙ্ঘন।

সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

সেনাবাহিনীর অভিযান

সরিষাবাড়ীতে ব্যবসায়ী বিএনপিনেতার গুদাম থেকে ৫২০০ কেজি সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ব্যবসায়ী বিএনপিনেতা আলী হোসেনের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ পাঁচ হাজার ২০০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। ১৯ মে সোমবার রাতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করে। এ ঘটনায় ২০ মে মঙ্গলবার সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় পাঁচ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়। এই চাল দু:স্থদের জন্য বরাদ্দকৃত।

সরিষাবাড়ী : অভিযানের সময় অবৈধ মজুদদার বিএনপিনেতা আলী হোসেনের গুদাম পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও লিজা রিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ মজুদদার অভিযুক্ত পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধার করা চাল প্রশাসনের উপস্থিতিতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুদাম মালিক বিএনপিনেতা আলী হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ব্যবসায়ী আলী হোসেন ও শুক্কুর মিয়াকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পিংনা ইউনিয়নে পাঁচ মাসের ভিজিডি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রতি উপকারভোগী পরিবারকে বিনামূল্যে ১৫০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। সরকারি সহায়তার এই চাল কোনভাবেই বিক্রি বা গুদামে মজুত করার সুযোগ নেই। এটি সরকারের স্পষ্ট নীতিমালার লঙ্ঘন।