আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের হোতা মো. সোহেল গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল। ২০ অক্টোবর রবিবার সকালে এ অভিযান পরিচালনা করে র্যাব। গ্রেপ্তার সোহেল গাজী জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভা এলাকার দক্ষিণ কাছারিপাড়ার মৃত বাদশা গাজীর ছেলে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ অক্টোবর সকাল অনুমান সোয়া ৯টার দিকে অটোরিকশাচালক মো. সাইফুল ইসলাম (৪৭) জামালপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কের বেলটিয়া বাজার সংলগ্ন মেসার্স সুমাইয়া মরিয়ম স্টোরের পশ্চিমে তার বাড়ির সামনে রাস্তার পাশে অটোরিকশাটি রেখে বাড়িতে যান। এ সময় আন্ত:জেলা চোর চক্রের হোতা সোহেল গাজী (২৯) সাইফুল ইসলামের ব্যবহৃত অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অটোরিকশাসহ তাকে আটক করে রাখে। এ সময় সাইফুল ইসলাম চেঁচামেচি শুনে ঘটনাস্থল তার বাড়ির সামনে এসে তাৎক্ষণিকভাবে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পকে চুরির বিষয়ে অবহিত করেন।
পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক সোহেল গাজী এবং চোরাই উদ্ধার হওয়া অটোরিকশাসহ ক্যাম্পে নিয়ে আসেন। পরে এ ঘটনায় র্যাবের আভিযানিক দল আটক সোহেল গাজী, উদ্ধার হওয়া অটোরিকশা এবং অটোরিকশাচালক সাইফুল ইসলামসহ জামালপুর সদর থানায় নিয়ে যান। এ ঘটনায় ঘটনার দিনই অটোচালক সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল গাজীকে আসামি করে দন্ডবিধি ৩৭৯/৪১১ ধারায় (পেনাল কোড-১৮৬০) একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী সাইফুল ইসলাম জামালাপুর সদর উপজেলার পলিশা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 
















