ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ইসলামপুরে কাটাখালি নদী ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি পেশ

র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মোশারফ হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসহ হামলা মামলার আসামি মোশারফ হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ৭ অক্টোবর সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ৪ আগস্ট বেলা পৌনে ৩টার দিকে একদল লোক বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শেরপুর সদর উপজেলার খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় মো. মন্টু মিয়া বাদী হয়ে ২৯ আগস্ট শেরপুর সদর থানায় দুটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪/৪২৩। ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামিদের মধ্যে মোশারফ হোসেনও (২৮) অন্যতম আসামি। মামলা দায়েরের পর থেকে মোশারফ হোসেনসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। ওই মামলার আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের হওয়ার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামি মোশারফ হোসেনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযানে নামে। ৭ অক্টোবার দুপুর আড়াইটার দিকে এ অভিযানের সময় কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মোশারফ হোসেন শেরপুর সদরের কুসুমহাটি ঘিনাপাড়ার মৃত আব্দুল মোতালেব ছেলে। মামলাটির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি মোশারফ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব-১৪ অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

শেরপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসহ হামলা মামলার আসামি মোশারফ হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ৭ অক্টোবর সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ৪ আগস্ট বেলা পৌনে ৩টার দিকে একদল লোক বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শেরপুর সদর উপজেলার খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় মো. মন্টু মিয়া বাদী হয়ে ২৯ আগস্ট শেরপুর সদর থানায় দুটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪/৪২৩। ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামিদের মধ্যে মোশারফ হোসেনও (২৮) অন্যতম আসামি। মামলা দায়েরের পর থেকে মোশারফ হোসেনসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। ওই মামলার আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের হওয়ার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামি মোশারফ হোসেনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযানে নামে। ৭ অক্টোবার দুপুর আড়াইটার দিকে এ অভিযানের সময় কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মোশারফ হোসেন শেরপুর সদরের কুসুমহাটি ঘিনাপাড়ার মৃত আব্দুল মোতালেব ছেলে। মামলাটির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি মোশারফ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব-১৪ অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।