জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
৩১ অক্টোবর, শুক্রবার দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক কালবেলার উপজেলার প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
হামলাকারীরা হলেন–দিয়ার কৃষ্ণা গ্রামের লক্ষী চাঁনের ছেলে সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় দৈনিক কালবেলার সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালান তারা।
এ ঘটনায় কালবেলার সাংবাদিক ইসলাম হোসেন ও দৈনিক ঘোষণার সাংবাদিক তৌকির আহমেদ হাসু গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়টি সাংবাদিক হিসেবে জানতে চাইতেই আমার উপর এই হামলা করে ভূমিদস্যু সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় সংবাদ পরিবেশন করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জানান তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে হামলাকারী সঞ্জয় চৌধুরীর বক্তব্য নিতে তাদের মুঠোফোনে ফোন দিলে মারধরের বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রতিবেদককে বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 








