জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উদযাপিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলার তারাটিয়া প্রেস ক্লাব সংলগ্ন মাঠে পত্রিকাটির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম এ আয়োজন করেন। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেককাটা হয়।
দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে। তিনি বলেন, প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে কে বলেন, দৈনিক বসুন্ধরা গত দুই দশক ধরে দেশ ও মানুষের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করে আসছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বসুন্ধরা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিতেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
দৈনিক সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকার সভাপতিত্বতে এতে আরও বক্তব্য রাখেন তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ মো. জুলহাস, উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা, শিক্ষক মো. শহিদুল্লাহ, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম, মোনায়েম হোসেন, আবু তালেব ও মোনায়েম হোসেন খান, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ, ছাত্রদলের সভাপতি তাসকিন আহাম্মেদ ফাহিম প্রমুখ।
বিভিন্ন পত্রিকার সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।