ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ইসলামপুর : জমির বিরোধ নিয়ে হামলা মামলার প্রতিবাদে উভয়পক্ষের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দুটি পরিবার।

১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের ক্রয় করা বসতবাড়ির ৪৮ শতাংশ সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জলের লোকজন। এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃস্বত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন। ভুক্তভোগী ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানান।

অপরদিকে ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার। উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে ভোক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদের মামাত ভাই অপু জানান, ভুক্তভোগী হারুন অর রশিদ উজ্জ্বলের সাথে প্রতিপক্ষ সাইফুলদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলা ঘটনায় আদালত মামলা ও ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি রয়েছে। কিন্তু মামলার ঘটনা নিয়ে মিথ্যাচার করছের প্রতিপক্ষরা।

তিনি আরও জানান, ১৪ জুলাই, সোমবার আমাদের জমি জোর করে দখলে গিয়ে সাইফুলরা হামলা চালায়। একপর্যায়ে আমার ফুফাত ভাই হারুন অর রশিদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আমার ফুফাত ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। বর্তমানে সাইফুল ইসলামরা মামাত ভাই হারুন অর রশিদ উজ্জ্বলের দখলীয় জমি বেদখলের চেষ্টা করছেন। এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দুটি পরিবার।

১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের ক্রয় করা বসতবাড়ির ৪৮ শতাংশ সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জলের লোকজন। এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃস্বত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন। ভুক্তভোগী ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানান।

অপরদিকে ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার। উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে ভোক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদের মামাত ভাই অপু জানান, ভুক্তভোগী হারুন অর রশিদ উজ্জ্বলের সাথে প্রতিপক্ষ সাইফুলদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলা ঘটনায় আদালত মামলা ও ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি রয়েছে। কিন্তু মামলার ঘটনা নিয়ে মিথ্যাচার করছের প্রতিপক্ষরা।

তিনি আরও জানান, ১৪ জুলাই, সোমবার আমাদের জমি জোর করে দখলে গিয়ে সাইফুলরা হামলা চালায়। একপর্যায়ে আমার ফুফাত ভাই হারুন অর রশিদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আমার ফুফাত ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। বর্তমানে সাইফুল ইসলামরা মামাত ভাই হারুন অর রশিদ উজ্জ্বলের দখলীয় জমি বেদখলের চেষ্টা করছেন। এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।