ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ, মিছিল বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস শরিফপুরে ডাকাতির প্রস্তুতি, বিক্ষুব্ধ জনতার হাতে আটক ৬ মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এম. রশিদুজ্জামান মিল্লাত জামালপুর বিসিকে ৫ দিনব্যাপী উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু মেলান্দহে ২০৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ইসলামপুর : জমির বিরোধ নিয়ে হামলা মামলার প্রতিবাদে উভয়পক্ষের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দুটি পরিবার।

১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের ক্রয় করা বসতবাড়ির ৪৮ শতাংশ সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জলের লোকজন। এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃস্বত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন। ভুক্তভোগী ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানান।

অপরদিকে ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার। উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে ভোক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদের মামাত ভাই অপু জানান, ভুক্তভোগী হারুন অর রশিদ উজ্জ্বলের সাথে প্রতিপক্ষ সাইফুলদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলা ঘটনায় আদালত মামলা ও ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি রয়েছে। কিন্তু মামলার ঘটনা নিয়ে মিথ্যাচার করছের প্রতিপক্ষরা।

তিনি আরও জানান, ১৪ জুলাই, সোমবার আমাদের জমি জোর করে দখলে গিয়ে সাইফুলরা হামলা চালায়। একপর্যায়ে আমার ফুফাত ভাই হারুন অর রশিদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আমার ফুফাত ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। বর্তমানে সাইফুল ইসলামরা মামাত ভাই হারুন অর রশিদ উজ্জ্বলের দখলীয় জমি বেদখলের চেষ্টা করছেন। এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

জনপ্রিয় সংবাদ

ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন

ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দুটি পরিবার।

১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মলনে তারা অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের ক্রয় করা বসতবাড়ির ৪৮ শতাংশ সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান ও হারুনূর রশিদ উজ্জলের লোকজন। এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃস্বত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন। ভুক্তভোগী ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানান।

অপরদিকে ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে প্রতিপক্ষের মিথ্যাচারের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার। উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে ভোক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদের মামাত ভাই অপু জানান, ভুক্তভোগী হারুন অর রশিদ উজ্জ্বলের সাথে প্রতিপক্ষ সাইফুলদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলা ঘটনায় আদালত মামলা ও ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি রয়েছে। কিন্তু মামলার ঘটনা নিয়ে মিথ্যাচার করছের প্রতিপক্ষরা।

তিনি আরও জানান, ১৪ জুলাই, সোমবার আমাদের জমি জোর করে দখলে গিয়ে সাইফুলরা হামলা চালায়। একপর্যায়ে আমার ফুফাত ভাই হারুন অর রশিদকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আমার ফুফাত ভাইকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। বর্তমানে সাইফুল ইসলামরা মামাত ভাই হারুন অর রশিদ উজ্জ্বলের দখলীয় জমি বেদখলের চেষ্টা করছেন। এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।