ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জামালপুর : জামালপুর সদরের তিতপল্লায় একটি বিদ্যালয়ের শিশুরা অংশ নেয় সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে। পরে তারা ব্রাউন পেপারে স্বাক্ষর করে। ছবি : বাংলারচিঠিডটকম

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে ৮ সেপ্টেম্বর, সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে, ব্রিজ স্কুলে ও সিবিওসহ বিভিন্ন কমিউনিটিতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

জামালপুর :  ইসলামপুরে বের হয় সাক্ষরতা দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সিডস কর্মএলাকার ১২টি ইউনিয়নে ২৯টি কমিউনিটিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, কিশােরী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির যুগে এর গুরুত্ব অনেক। মাতৃভাষায় পড়া, লেখা, যোগাযোগ ও হিসাব- নিকাশের দক্ষতা বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাক্ষরতার বিকল্প নেই। কমিউনিটির সবাইকে সাক্ষরতার আওতায় আনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, সংলাপের কিশোরী এবং সিবিও প্রতিনিধিগণ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। আলোচনা শেষে সবাই ব্রাউন পেপারে স্বাক্ষর করেন।

জামালপুর : জামালপুর সদরের তিতপল্লায় দিশারী প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসটি উৎযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. সায়েদুল ইসলাম। স্ট্রমি ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ঝিনাই নদে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে ৮ সেপ্টেম্বর, সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে, ব্রিজ স্কুলে ও সিবিওসহ বিভিন্ন কমিউনিটিতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

জামালপুর :  ইসলামপুরে বের হয় সাক্ষরতা দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সিডস কর্মএলাকার ১২টি ইউনিয়নে ২৯টি কমিউনিটিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, কিশােরী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির যুগে এর গুরুত্ব অনেক। মাতৃভাষায় পড়া, লেখা, যোগাযোগ ও হিসাব- নিকাশের দক্ষতা বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাক্ষরতার বিকল্প নেই। কমিউনিটির সবাইকে সাক্ষরতার আওতায় আনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, সংলাপের কিশোরী এবং সিবিও প্রতিনিধিগণ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। আলোচনা শেষে সবাই ব্রাউন পেপারে স্বাক্ষর করেন।

জামালপুর : জামালপুর সদরের তিতপল্লায় দিশারী প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসটি উৎযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. সায়েদুল ইসলাম। স্ট্রমি ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়।