জামালপুরের দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ২৬ আগস্ট, মঙ্গলবার সকাল থেকে উপজেলার আটটি ইউনিয়নে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ৩৯ জন ডিলারের মাধ্যমে ২০ হাজার ৫৪৭ জন দুঃস্থদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করেন ডিলারেরা। ২৬ আগস্ট সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় মাহিরা এন্টারপ্রাইজের ডিলার মো. মনিরুজ্জামান ও রহিমপুরে তাসনিন এন্টারপ্রাইজের ডিলার শামীম রায়হান চাল বিতরণ করেন।
ডিলার মো. মনিবুজ্জামান এ প্রতিবেদককে জানান, সরকারি নিয়মনীতি অনুযায়ী দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১৫ টাকা কেজি দরে বিক্রি করাে হচ্ছে। চাল বিক্রি করা নিয়ে যাতে কোন সমস্যা না হয়, সেই দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ডিলার শামীম রায়হানও একইরকম মতামত দেন।
সুবিধাভোগী আব্দুল খালেক জানান, সরকার আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে আমরা অনেক সুবিধা পাইতেছি। বছরে ছয় মাস চাল পাই। যদি ১২ মাস চাল পাইতাম তাহলে আরও ভালো হতো। মন্ডলপাড়ায় ডিলারের দোকানে তদারকি করেন শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী ও ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মন্ডল।
উপজেলা খাদ্য কর্মকর্তা সাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে প্রত্যেক ডিলারের সাথে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তা ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তদারকি কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারেরা যেন অল্প টাকায় খাদ্য কিনতে পারেন, সে জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে।