‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট, শনিবার জামালপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর উপজেলা, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৩১টি সংলাপ কেন্দ্র ও ছয়টি সংলাপ ফোরামে আনন্দঘন পরিবেশে দিবসটি উপযাপিত হয়েছে।
সিডস কর্মএলাকার ১২টি ইউনিয়নে ৩৭টি কমউনিটিতে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে কিশারী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউপি সদস্য অংশ নেন। আলোচনাসভা, শোভাযাত্রা ও আদিবাসী গানের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজযী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে ৭৪০ জন কিশোরী, ৬৭০ জন নারী ও ২২০ জন পুরুষ অংশ নেন।

জামালপুর সদর উপজেলায় কেন্দুয়া, তিতপল্লা, মেস্টা ও শরিফপুর ইউনিয়নে ১০টি সংলাপ কেন্দ্র ও দুটি সংলাপ ফোরাম কেন্দ্রে দিবসটি উদযাপন করা হয়। শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া নয়নমনি কিশোরী সংলাপ কেন্দ্রে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফালী বেগম, ইউপি সদস্য, শারিফপুর, এসএসটি সভাপতি হাবিবুর রহমান, জনসংগঠনের সভাপতি কোকিলা সাংমা, হ্যাপি মান্দী প্রমুখ।
এত নৃত্য পরিবেশন করেন সালশ্রি সিমসাং, ফারজানা, রিতি সাংমা, রাইফা আক্তার, ইকরা, নুশরাত ও লামিয়া। একক গান পরিবেশন করেন ঝিনুক, নুশরাত, তোবা, ইকরা, যেমন খুশি তেমন সাজ এবং কিশোরীদের অংশগ্রহণে বাল্য বিবাহের নাটিকা মঞ্চস্থ হয়।
দেওয়ানগঞ্জ উপজেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. জুয়েল রানা, জামেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়ানবী, ইউপি ভাইস চেয়ারম্যান মোসা. মানিক জান, সিলেটপাড়ার সমাজ সেবক মো. জয়নাল হাজী, নবীনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সনি, চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মজিদ আলী, ইউপি সদস্য, মো. মোজাম্মেল হক, ডাংধরা ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন, প্রমুখ।

ইসলামপুর উপজেলার গাইবান্ধা সুরুজ জাহান স্কুলের শিক্ষক মো. সামিরুল হক, গাইবান্ধা ইউপি মেম্বার মুক্তা আক্তার, পলবান্ধা ইউপির সাবেক সদস্য মো. জিহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস। চরগোয়ালিনী ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম, ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়র সাবেক শিক্ষক আব্দুল হাকিম, গোয়ালেরচর ইউপি সদস্য গোলাম মুস্তফা প্রমুখ।
দিবসটি উৎযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, মো. রবিউল এমরান , কামাল হোসেন এবং সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. সায়েদুল ইসলাম। স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় দিবসটি উদযাপন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 









