জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নারীদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বিকালে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই প্রীতি হ্যান্ডবল ম্যাচের আয়োজন করে।
ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে নারী হ্যান্ডবল ম্যাচ আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। নতুন বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিলো, তাই ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে নারী খেলোয়াড়দের অনুশীলন চালিয়ে যেতে হবে।
পরে জেলা ক্রীড়া সংস্থার সবুজ দল ও গোলাপী দলের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১০-৬ গোলের ব্যাবধানে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয় গোলাপী দল।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপপরিচালক এ. কে. এম. আব্দুল্লাহ বিন-রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌহিদুর রহমান রামিম, সাংবাদিক আসমাউল আসিফ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।