ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ আগস্ট, মঙ্গলবার গণমিছিল শেষের সন্ধ্যায় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে পিছু হটবে না। আমাদের সংগ্রাম দেশপ্রেমের, ইনসাফ প্রতিষ্ঠার এবং জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয়ার। জনগণের ম্যান্ডেট পেলে আমরা বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা বাস্তবায়ন করব। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য রাজনীতি করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ইসলামী ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়।
তিনি আরো বলেন, যেখানে মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বা অন্য কোন ধর্মের মানুষের মধ্যে থাকবে না কোন বৈষম্য। জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মু. রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটার আব্দুর রহমান ওমর, বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর আমীর মু. মাছুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি এহছানুল বারী আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা কেন্দ্রীয় অডিটরিয়াম মাঠ থেকে একটি বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।
জামায়াতের গণমিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।