দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুলাই, সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।
বিতর্ক প্রতিযোগিতায় জিল বাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে জিল বাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জিল বাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ। পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।
উপজেলা দুপ্রক সভাপতি নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রতিযোগিতাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়েল উপ-পরিচালক আতিকুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক সাংবাদিক মদন মোহন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সজল ভদ্র।