জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের চাহিদা মত ঘুষ না দেওয়ায় গ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবারের সদস্যরা ২৪ জুলাই, বৃহস্পতিবার দুপুরে থানা মোড়ে লাবিব মার্কেটে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। অপদিকে তাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
লিখিত অভিযোগে ভুক্তভোগী উপজেলার গোয়ালের ইউনিয়নের মহলগিরি গ্রামের আবু সাইদ খান বলেন, এবার প্রথম ঋণ নিতে এসেছি। মাসখানেক আগে ঋণের জন্য কর্মসংস্থান ব্যাংকে আবেদন করি। ব্যাংকটির সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান গরুর খামার বাবদ দুই লাখ টাকার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিতে প্রতি লাখে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এছাড়া একই সাথে লোনের আশায় যাতায়াত করা একই গ্রামের সাইদুর রহমানের কাছেও ঘুষ দাবি করেন। এ সময় ব্যাংকের গ্রাহক দেলোয়ার হোসেন ভাইয়ের জন্য ঋণ দিতেও সুপারিশ করে। কিন্তু চাহিদা মত ঘুষ না পেয়ে অপারগতা প্রকাশ করে ব্যাংক থেকে তাদেরকে লাঞ্ছিত করে বের করে দেন।
ওই কর্মকর্তার বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
এদিকে ব্যাংকটির সহকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, ঘুষ চাওয়ার কোন সুযোগ নেই। ঋণ নিতে আবেদনকারীর ব্যাংকের নীতি অনুযায়ী বয়সের মিল না থাকায় ঋণ দিতে অপারগতা প্রকাশ করেছি। এরপরই তারা ক্ষীপ্ত হয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন আমার বিরুদ্ধে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 









