জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ জুন, মঙ্গলবার সকালে পৌর শহরের চাউলের বাজারের নির্মাণাধীন টিনশেড ঘর থেকে মৃত মানুষের পাঁচটি মাথার খুলি ও হাড়সহ মানিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। আটক মানিক ময়মনসিংহ মহানগরের কোতোয়ালি থানা এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুন ভোরের দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের চাউলের বাজারে নির্মাণাধীন টিনশেড ঘরের দোকানে দুটি কালো রঙের স্কুলব্যাগ দেখেন বাজারের লোকজন। বেলা বাড়ার সাথে সাথে স্কুলব্যাগের বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। লোকজন ব্যাগ খুলে সেখান থেকে মৃত মানুষের মাথার খুলি দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশকে জানান। দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ স্কুলব্যাগ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ব্যাগ খুলে পাঁচটি মাথার খুলি ও মানব দেহের বিভিন্ন হাড় পাওয়া যায় তাতে।
এদিকে ২ জুন, সোমবার দিবাগত উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের এক গোরস্থান থেকে সাতটি মরদেহ চুরি হয়। স্কুল ব্যাগে থাকা মাথার খুলি ও কঙ্কালগুলো ওই গোরস্থান থেকে চুরি করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। পুলিশ গোরস্থান পরিদর্শন করেছে।
চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস এ প্রতিবেদককে বলেন, ২ জুন রাতে আমার ইউনিয়নের একটি গোরস্থান থেকে সাতটি মরদেহ চুরি হয়ে গেছে। এর আগেও বিভিন্ন গোরস্থান থেকে মরদেহ চুরি হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার মানিক মরদেহের কঙ্কাল চোরচক্রের সদস্য হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদে মানিক কঙ্কাল চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।