জামালপুরে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী সহকারী এস এম আতাউর রহমানের বিরুদ্ধে। ১ জুন, রবিবার দুপুরে ফুলবাড়িয়া জিগাতলা এলাকায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আতিকুর রহমান সোহাগ।
মো. আতিকুর রহমান সোহাগ বলেন, তার পিতা মো. আজিজুর রহমান মারা যাওয়ার পর তিনি এবং তার ভাই তাদের পৈত্রিক বাড়িতেই বসবাস করে আসছেন। তারা যে ভূমিতে বসবাস করেন সে ভূমিতে তারা ছাড়া অন্য কোন ওয়ারিশ নেই। তবে তাদের চাচা আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান জোরপূর্বক ওই ভূমিতে রাস্তা নির্মাণের চেষ্টা করেন এবং সেই চেষ্টায় ব্যর্থ হয়ে আতাউর রহমান দফায় দফায় বেশ কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন।
তিনি আরও বলেন, আতাউর রহমানের দায়ের করা প্রত্যেকটি মামলা আদালতে মিথ্যা প্রামাণিত হয় এবং তার বিপক্ষে রায় প্রদান করেন আদালত। এতে আতাউর রহমান ক্ষুব্ধ হয়ে পেশিশক্তি প্রয়োগ করতে থাকেন। এস এম আতাউর রহমানের জমির সাথে তাদের জমির কোন প্রকার সম্পর্ক নাই। শুধুমাত্র আতাউর রহমানের ক্রয়কৃত জমি থেকে বের হওয়ার কোন রাস্তা না থাকায় তাদের সাথে শত্রুতা পোষণ করে সামাজিক ও আইনি হেনস্তা করে যাচ্ছেন।
ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য মিজানুর রহমান শাহীন বলেন, আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান আমাকে আসামি করে একাধিক মামলা দায়ের করেছেন। এসব মিথ্যা মামলার মোকাবিলা করতে গিয়ে আজ আমি নিঃস্ব। আমি এই মামলাবাজ আইনজীবী সহকারীর বিচার চাই।
এ বিষয়ে প্রতিপক্ষ আইনজীবী সহকারী এস এম আতাউর রহমান সাংবাদিকদের জানান, তার জমির সাথে আতিকুর রহমান সোহাগ ও মিজানুর রহমান শাহীনের জমির কোন সম্পর্ক নাই। আদালতে টাকা দিয়ে তারা তাদের পক্ষে রায় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।
সংবাদ সম্মেলন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।