উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এপেক্স ক্লাব অব জামালপুরের ৪২তম পালাবদল আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি প্রেসিডেন্ট ও এপেক্সিয়ান তাসলিমা চৌধুরী সেক্রেটারি ও ডিএনই হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২৪ মে, শুক্রবার রাতে জামালপুর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এই পালাবদল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পালাবদল অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৫ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি এবং সেক্রেটারি ও ডিএনই এপেক্সিয়ান তাসলিমা চৌধুরীসহ বোর্ডের সকল কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ।
অনুষ্ঠানের প্রথম পর্বে এপেক্স ক্লাব অব জামালপুরের সদ্য অতীত প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম. সায়েম টিপু। এতে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান আবু নায়েম মো. মাকছুদুর রহমান, এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মতিন শিকদার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন এপেক্স বাংলাদেশের সেবা পরিচালক এপেক্সিয়ান প্রবাল চৌধুরী, এপেক্স ক্লাব অব জামালপুরের আজীবন সদস্য এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা, এপেক্সিয়ান কাফি পারভেজ ও এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্স বাংলাদেশের ২০২৫ এর জেলা গর্ভনর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ ও ৪২তম পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যান এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ। এ ছাড়াও এপেক্স ক্লাব অব জামালপুরের সদ্য অতীত প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাজী ইউসুফ খানসহ সকল সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পালাবদল অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট-২০২৪ এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম ২০২৪ বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করলে প্রতিবেদনের উপর আলোচনা শেষে প্রতিবেদনটি উপস্থিত সকলের সর্বসম্মিতক্রমে গৃহীত হয়। পরে এপেক্স ক্লাব অব জামালপুরের ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি তার আসন গ্রহণ করেন এবং ২০২৫ বর্ষের বোর্ডের সকল কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ বোর্ডের সকল কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।
২০২৫ সালের ক্লাব বোর্ডের কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ, সদ্য অতীত প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনজুরুল ইসলাম, সেক্রেটারি ও ডিএনই এপেক্সিয়ান তাসলিমা চৌধুরী, ট্রেজারার এপেক্সিয়ান রনজিত বসাক, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান সুমন কুমার সাহা, মেম্বারশীফ ও এটেনডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান মো. নূর হোসেন, পাবলিক স্পিকিং ও ডিবেডিং ডাইরেক্টর এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, ফেলোশিফ ও পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান মো. মাহবুবুর রহমান, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান এম এ জলিল।
 
																			 
																		 
										 নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম
																নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম								 









