জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ী পশ্চিমপাড়া টাইগার স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার বিকালে পৌরসভার গ্রাবেরগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বালিজুড়ী পশ্চিমপাড়া টাইগার স্পোটিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হাবিবুর রহমান হবুর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারগঞ্জ এএইচজেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. জান্নাত ইসলাম, উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি তামিম আহমেদ সবুজ, মাদারগঞ্জ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. সামু ফকির, সাধারণ সম্পাদক তালিব খান, সাংগঠনিক সম্পাদক স্বপন, উপজেলা ছাত্রদলের নেতা মো. লাল মিয়া, মহব্বত, আমিনুর ফকির প্রমুখ।
উদ্বোধনী খেলায় গাবেরগ্রাম ফুটবল একাদশ ও দ্বি-লায়ন ক্লাব উপজেলা অংশ নেন। এতে গ্রাবেরগ্রাম ফুটবল একাদশ ২-০ গোলে দ্বি-লায়ন ক্লাব উপজেলাকে পরাজিত করে। এই টুর্নামোন্টে আটটি ক্লাব দল অংশ নিচ্ছে।