ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫ মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১ জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

অবশেষে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোন বাধা নেই তার।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন কিছুর সম্মুখীন হন তিনি।

এরপর মূল্যায়নের পর সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এবং ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দু’টি পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন সাকিব। কিন্তু ঐ দুই পরীক্ষার একটিতেও পাস করতে পারেননি তিনি। ফলে বোলিংয়ে নিষিদ্ধই থেকে যান এই অলরাউন্ডার। তারপরও সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যান সাকিব।

দুই সপ্তাহের অনুশীলনের পর গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে তৃতীয়বারের মত পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেন এই বাঁ-হাতি স্পিনার। ঐসব ডেলিভারির মধ্যে প্রায় সবই বৈধ ছিল। ফলে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

১৯ মার্চ বুধবার রাতে পরীক্ষার ফল জানতে পারেন সাকিব। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হবার সংবাদটি সঠিক। আমি আবারও বোলিং করতে পারব।’

বোলিং ক্রটির কারণেই সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি সাকিব। কারণ তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে নিতে চাননি নির্বাচকেরা।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

আপডেট সময় ০৮:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

অবশেষে সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোন বাধা নেই তার।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে সারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। প্রায় ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথম এমন কিছুর সম্মুখীন হন তিনি।

এরপর মূল্যায়নের পর সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ২ ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে এবং ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দু’টি পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন সাকিব। কিন্তু ঐ দুই পরীক্ষার একটিতেও পাস করতে পারেননি তিনি। ফলে বোলিংয়ে নিষিদ্ধই থেকে যান এই অলরাউন্ডার। তারপরও সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ চালিয়ে যান সাকিব।

দুই সপ্তাহের অনুশীলনের পর গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয় ল্যাবে তৃতীয়বারের মত পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি করেন এই বাঁ-হাতি স্পিনার। ঐসব ডেলিভারির মধ্যে প্রায় সবই বৈধ ছিল। ফলে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

১৯ মার্চ বুধবার রাতে পরীক্ষার ফল জানতে পারেন সাকিব। ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজকে সাকিব বলেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হবার সংবাদটি সঠিক। আমি আবারও বোলিং করতে পারব।’

বোলিং ক্রটির কারণেই সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি সাকিব। কারণ তাকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে নিতে চাননি নির্বাচকেরা।