ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫ মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১ জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু
জামালপুর জেলা বিএনপির জনসভা

তারেক রহমানের ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে : মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া

জামালপুর : জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া। ছবি :  বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, সংস্কার করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব, তারেক রহমানের ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোন কিছু করতে হবে না।

১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত। তারা ভোটের অধিকার চায়। জনগণ যেন ভোট দিতে পারে।

শাহজাদা মিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছিল। আর কোন স্বাধীনতা যুদ্ধ হয়নি। এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি। তারা ভুল বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়। দ্বিতীয়বার কোন দেশ স্বাধীন হয় না।

তিনি বলেন, সারা বাংলাদেশে এমন কোন নেতা-কর্মী নেই যে যার নামে মামলা নেই। আমরা ঘর থেকে বের হতে পারতাম না। আমরা অঘোষিত আয়না ঘরে ছিলাম। ৫ আগস্ট আমরা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

জামালপুর জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

জামালপুর জেলা বিএনপির জনসভা

তারেক রহমানের ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে : মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া

আপডেট সময় ০৬:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, সংস্কার করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ১৯ দফা থেকেই সংস্কার সৃষ্টি হয়েছে। এখন তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ড. ইউনূস সাহেব, তারেক রহমানের ৩১ দফা পড়লেই তার মধ্যে সব সংস্কার পেয়ে যাবেন, আপনাকে আর কোন কিছু করতে হবে না।

১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি ৩১ দফা মেনে দেশ পরিচালনা করে দ্রুত নির্বাচন দিয়ে দেন। গত ১৭ বছর জনগণ ভোট থেকে বঞ্চিত। তারা ভোটের অধিকার চায়। জনগণ যেন ভোট দিতে পারে।

শাহজাদা মিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছিল। আর কোন স্বাধীনতা যুদ্ধ হয়নি। এখন যারা বলে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি। তারা ভুল বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একবারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। দেশ একবারই স্বাধীন হয়। দ্বিতীয়বার কোন দেশ স্বাধীন হয় না।

তিনি বলেন, সারা বাংলাদেশে এমন কোন নেতা-কর্মী নেই যে যার নামে মামলা নেই। আমরা ঘর থেকে বের হতে পারতাম না। আমরা অঘোষিত আয়না ঘরে ছিলাম। ৫ আগস্ট আমরা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ূ পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

জামালপুর জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসভায় অংশ নেন।