জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় ব্যাটারিচালিত দুই ইজিবাইকচাপায় (অটোরিকশা) পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক নুরুল হক জঙ্গীর (৭৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ ডিসেম্বর শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা গ্রামের প্রয়াত কবিরত্ন আব্দুল হামিদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, জামালপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও পল্লীকণ্ঠ প্রতিদিন সম্পাদক নুরুল হক জঙ্গী পত্রিকা সম্পাদনার পাশাপাশি শেরপুরের কলুর চরে জমি লিজ নিয়ে সবজিচাষের খামার দিয়েছেন। প্রতিদিনের ন্যায় সেই খামারের দেখভাল শেষে ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় বাইপাস সড়কে হেঁটে জামালপুর শহরের ইসলামপুর রোডে বাগানবাড়ি এলাকায় তার পত্রিকা অফিসে ফিরছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মাঝখানে চাপাপড়ে গুরুতর আহত হন।
তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে অচেনা লোক মনে করে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে পৌঁছে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে তার পরিচয় জানা হলে তার স্বজনেরা হাসপাতালে ছুটে যান। এরই মধ্যে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ছাড়পত্র দেন। তাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে পুনরায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক নুরুল হক জঙ্গীর মৃত্যুর বিষয়টি জানতে পেরে রাতেই জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ জামালপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্যসহ সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি ও পেশার শোভাকাঙ্ক্ষীরা তাকে একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে যান।

জানা গেছে, ২২ ডিসেম্বর বেলা ১১টায় জামালপুর শহরের চামড়াগুদাম মোড়ে জামিয়া হাবিবিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণে প্রয়াত নুরুল হক জঙ্গীর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ মেলান্দহ উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জোহর নামাজের পর পুনরায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও পাঁচ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জামিয়া হাবিবিয়া কওমী মাদরাসা প্রাঙ্গণে প্রয়াত নুরুল হক জঙ্গীর জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী ও সুধীজনসহ সর্বস্তরের মুসল্লিরা শরিক হন। জানাজা নামাজের আগে প্রয়াত সম্পাদক নুরুল হক জঙ্গীর বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামায়াতে ইসলামী বাংলাদেশের জামালপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুস সাত্তার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির সভাপতি অধ্যাপক মো. হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাবেক সাংবাদিক মো. মেহের উল্লাহ, আইনজীবী মো. বজলুর রহমান, দৈনিক ইনকিলাবের সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, জামালপুর জেলা জাসদের সভাপতি মো. আমির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ইউনুছ আহমেদ, বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, দৈনিক আমারদেশ পত্রিকার সাংবাদিক সৈয়দ শওকত জামান, প্রয়াত নুরুল হক জঙ্গীর নিকটাত্মীয় মামুন রেজা রিপন প্রমুখ।
এর আগে জানাজা নামাজের আগে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্যসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ প্রয়াত সম্পাদক নুরুল হক জঙ্গীর মরদেহের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু, সম্পাদক জাহাঙ্গীর সেলিম এক শোক বিবৃতিতে সম্পাদক নুরুল হক জঙ্গীর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে মেলান্দহ থেকে বাংলারচিঠিডটকমের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, পল্লীকণ্ঠ সম্পাদক নুরুল হক জঙ্গী জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা প্রয়াত কবিরত্ন আব্দুল হামিদের চার ছেলের মধ্যে তিনি তৃতীয়। পেশাগত জীবনের শুরুতে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। সাংবাদিকতার প্রথমে ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮০ সালে মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার পিতা কবিরত্ন আব্দুল হামিদ পল্লীকণ্ঠ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। পরবর্তী সময়ে তার বাবার মৃত্যুর পর সাপ্তাহিক পল্লীকণ্ঠ পত্রিকার হাল ধরেন নুরুল হক জঙ্গী। পরে ২০০৬ সালে দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন নামে আরেকটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন তিনি। আমৃত্যু পর্যন্ত তিনি দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও তিনি জামালপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।
রাজনৈতিক জীবনে নুরুল হক জঙ্গী ফ্রিডম পার্টির মেলান্দহ উপজেলা শাখার সভাপতি ছিলেন। ১৯৯১ সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ফ্রিডম পার্টির মনোনয়নে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সংসদ নির্বাচনও করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর ও নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 









