জামালপুর প্রেসক্লাবের সদস্য, সাবেক সহ-সভাপতি, দৈনিক বাংলাবাজার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি ও দলিল লেখক শেলু আকন্দ (৬০) আর নেই। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে রেজিস্ট্রি অফিসে তার কর্মস্থলে আকস্মিক অসুস্থ হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে তাকে জামালপুর পৌরকবরস্থানে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক ও দলিল লেখক শেলু আকন্দ প্রতিদিনের ন্যায় ১৮ ডিসেম্বর সকালে কর্মস্থল জামালপুর জেলা রেজিস্ট্রি অফিসে তার ব্যক্তিগত কার্যালয়ে যান। পেশাগত কাজ করার সময় বেলা ১২টার দিকে আকস্মিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার স্বজন ও সহকর্মীরা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শোভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় নিজ বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সাংবাদিক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের কফিনের সামনে এক মিনিট নীরবতা পালন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যসহ সকল সাংবাদিকবৃন্দ।
পরে রাত ৮টার দিকে দেওয়ানপাড়া স্টার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লিরা অংশ নেন।
জানাজা নামাজের আগে প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার মো. শাহজাহান আলী, দলিল লেখক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম সেলিম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী মো. ইউছুফ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
এ ছাড়াও সাংবাদিক শেলু আকন্দের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন তার একমাত্র ছেলে শিবলু আকন্দ, বড় ভাই দেলোয়ার হোসেন আকন্দ ও ভাগ্নে সাংবাদিক আতিকুল ইসলাম রুকন।
পরে সাংবাদিক শেলু আকন্দের মরদেহ জামালপুর পৌর কবরস্থানে সমাহিত করা হয়।
 
																			 
																		 
										 জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
																জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম								 









