স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তকরণের দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি পেশ করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, জামালপুর জেলা শাখা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার প্রধান উপদেষ্টা কাজী মসিউর রহমান, জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম কাজল ও সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মারা গেছেন।
স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, সরকার প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন। কিন্তু বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিল পূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন।
এমতাবস্থায় বেতন বিহীন শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা ও বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিও চুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানানো হয়।