লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আয়ুব আলী বাদী হয়ে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট পৌর শহরের অডিটোরিয়াম এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হত্যার উদ্দেশ্যে আসামিরা ব্যাপক মারধর করে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক খলিল, সহসভাপতি চার্লেস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাসুম খান, বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো শাহীন চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারীসহ ৩১ নেতাকর্মী নাম ও অজ্ঞাত ৮০-৯০ জন উল্লেখ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বৃহস্পতিবার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় বাদী তার দলের কর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনেছেন।