
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম ::
জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীদের সমন্বয় স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট ও স্বারক লিপি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। ১৬ মে তারা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, জিলবাংলা সুগার মিলের সর্বস্তরের মৌসুমী কর্মচারীরা বেলা ১১টা পর্যন্ত মিলের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেন। স্থায়ী সমন্বয় স্থগিত আদেশ প্রত্যাহার করে পুনরায় মৌসুমী থেকে স্থায়ী সমন্বয় করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক, মৌসুমী শ্রমিক মাহফুজুর রহমান, রিয়াজুল কাউসার খোকন, আবুল কালাম আজাদ, ফরহাদ হোসেন, লতিফুল করিম রোকন, শাহনেওয়াজ, আনায়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে তারা জিলবাংলা সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, জিলবাংলা সুগার মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ী সমন্বয়করণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে মৌসুমী শ্রমিক কর্মচারীরা আবেদন করেন। ১৭ ও ১৮ মে শূন্যপদের জন্য আবেদিত শ্রমিক কর্মচারীদের সাক্ষাৎপত্র দেওয়া হয়। হঠাৎ করে ১৫ মে কর্তৃপক্ষ স্থায়ী সমন্বয়ের স্থগিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। স্থায়ী ও শূন্য পদের অনুকূলে সমন্বয়কে বাধাগ্রস্ত ও স্থায়ী শূন্যপদ পূরণ বন্ধ করতে একটি কুচক্রীমহল সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে শূন্যপদের জন্য আবেদিত মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ী সমন্বয়করণ স্থগিত হয়ে যায়।