এতিম শিশুদের ঈদের নতুন পাঞ্জাবি উপহার দিল জামালপুর প্রেসক্লাব

জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জামালপুর সরকারি শিশু সদনের ৭৮ জন এতিম শিশুকে একটি করে ঈদের নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। ১০ এপ্রিল বিকেল ৫টার দিকে জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সরকারি শিশু সদনে গিয়ে এতিম শিশুদের মাঝে এসব পাঞ্জাবি বিতরণ করেন।

পাঞ্জাবি বিতরণের আগে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মহব্বত কবির, জামালপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা/এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান প্রমুখ।

সরকারি শিশু সদনের শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে স্বাগত বক্তব্য রাখেন সরকারি শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন । এ সময় অন্যান্যের মধ্যে বাংলাভিশন টিভি চ্যানেলের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন ও সরকারি শিশু সদনের শিক্ষক সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে নিয়ে সরকারি শিশু সদনের ৭৮ জন এতিম শিশুর মাঝে ঈদের নতুন পাঞ্জাবি বিতরণ করেন।