প্রথমবারের মতো সি-ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধ-জাহাজে-মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সি-ডোম মোতায়েন করেছে। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় ‘সন্দেহজনক’ লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সি-ডোম কার্যকর ব্যবস্থা নেবে। ৯ এপ্রিল সেনাবাহিনী একথা জানিয়েছে।

সি-ডোম হল আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ যা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়।

৮ এপ্রিল সন্ধ্যায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইলাত এলাকায় একটি সতর্কতা জানিয়েছে, যা ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যবস্তু করেছিল।

আইডিএফ ৯ এপ্রিল সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাত এলাকায় বাজানো সাইরেন অনুসরণ করে। আইডিএফ নৌ বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে।’

‘সি-ডোম’ নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে আটকানো হয়েছে।’ এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় ৫০ হাজার ডলার।