জামালপুরে গরিব রোগীদের মাঝে রোগী কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

দরিদ্র রোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে অসহায় ও গরিব রোগীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জামালপুর রোগী কল্যাণ সমিতি।

৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তিকৃত ৫০ জন দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আওতায় রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক নারী রোগীদের জন্য একটি শাড়ি ও পুরুষ রোগীদের জন্য একটি লুঙ্গিসহ খাদ্যসামগ্রীর প্যাকেট। প্যাকেটে ছিল এক কেজি সুগন্ধি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল, এক কেজি সেমাই, আধা লিটার প্যাকেটজাত দুধ ও ৫০ গ্রাম কিসমিস।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, রোগী কল্যাণ সমিতির সভাপতি ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা ও সমিতির সাধারণ সম্পাদক সাহিদা আক্তার আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সদস্য জাকির হোসেন তারা প্রমুখ।