জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ঐতিহ্যবাহী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মার্চ সকালে এ উপলক্ষে কলেজ পুকুর পাড়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জামালপুর পৌরসভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের নামফলক উম্মোচন করে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

এর আগে কলেজ পুকুর পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।