জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : ৭২ রানে প্রগতির জয়

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করে প্রগতির রাব্বি। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের অষ্টম ম্যাচে ‘ডি’ গ্রুপের প্রগতি বিজয়ী হয়েছে ৭২ রানে। তাদের প্রতিপক্ষ ছিল মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব। ১৪ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে মিলেনিয়াম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক পাপ্পু ব্যাটিংয়ে পাঠায় প্রগতিকে। প্রথম ইনিংসে অধিনায়ক রাব্বির প্রগতি ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। (রাব্বি* ৫৪, তাফহিমুল ৪৫, নাঈম ১৯, লিমন* ১৫, তারেক ২/২৩, মমিনুর ১/৪৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ৩৭)।

দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে মিলেনিয়াম। তারা ২৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮ রান করে। ফলে প্রগতি ৭২ রানে ম্যাচ জিতে যায়। ( সাগর ৫৯, পাশা ২৮, তারেক ১২, পাপ্পু ১০, রাব্বি ৩/১৬, রাফি ২/৯, সৈকত ১/১৭, নিরব ১/২১, লিমন ১/০, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১২)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী প্রগতির অধিনায়ক অলরাউন্ডার রাব্বি। সে ৫৮ বলে ৬টি চারে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে। এছাড়া বল হাতে তুলে নেয় ৩ উইকেট। তার বোলিং পরিসংখ্যান ৫-০১-১৬-০৩।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. কাইউম ও মাহমুদুল হাসান শরিফ।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে প্রগতির রাব্বিকে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় ক্রিকেট ডিএসএ উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিহাদুল আলম ও ম্যাচ আম্পায়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।