জামালপুরে ২৬ প্রার্থীকে প্রতীক দিলেন রিটার্নিং অফিসার

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ১৮ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

এর মধ্যে জামালপুর-১ (সদর) আসনে চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নূর মোহাম্মদ পেয়েছেন নৌকা প্রতীক, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন গামছা, জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম লাঙ্গল ও তৃণমূল বিএনপির মো. গোলাম মোস্তফা পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে পাঁচনজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. ফরিদুল হক খান এমপি পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ পেয়েছেন লাঙ্গল প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র জিয়াউল হক জিয়া ঈগল ও শাহজাহান আলী মন্ডল ট্রাক ও তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে তিন জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মির্জা আজম এমপি পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙ্গল ও জাতীয় পার্টি-জেপি’র মো. নজরুল ইসলাম পেয়েছেন বাইসাইকেল প্রতীক।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মাহবুবুর রহমান পেয়েছেন নৌকা প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র ডা. মুরাদ হাসান ঈগল ও মো. আব্দুর রশীদ ট্রাক, তৃণমূল বিএনপি মো. সাইফুল ইসলাম সোনালী আঁশ, জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ লাঙ্গল, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ মশাল ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিক মাহদী পেয়েছেন টেলিভিশন প্রতীক।

জামালপুর-৫ (সদর) আসনে সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ পেয়েছেন নৌকা প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র মো. রেজাউল করিম ঈগল, জাতীয় পার্টির মো. জাকির হোসেন খান লাঙ্গল, জাতীয় পার্টি-জেপি’র বাবর আলী খান বাইসাইকেল, ন্যাশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সাব্বিরুজ্জামান একতারা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল করীম পেয়েছেন ডাব প্রতীক।