হাবিব ক্রিকেট একাডেমি হারিয়েছে জামালপুর ক্রিকেট একাডেমিকে

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন হাবিব ক্রিকেট একাডেমির রুকন।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচ ৮ উইকেটে জিতেছে হাবিব ক্রিকেট একাডেমি। প্রতিপক্ষ ছিল জামালপুর ক্রিকেট একাডেমি।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হাবিব ক্রিকেট একাডেমির অধিনায়ক আসগর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মশিউরের জামালপুর ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৪৮ রান।(বাবু ৩৪, আলিম ২৫, আক্রাম ২১, মাহাদি ১৯, আবিদ ১২; শাওন ২/৩৫, সাগর ২/১৩, ইকবাল ২/১৯, সাত্তার ২/১৩, মনির ১/২০, আসগর ১/১৭, নাইম ১/২৪)।

দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে হাবিব ক্রিকেট একাডেমি। তারা ১৯.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে তারা ৮ উইকেটে ম্যাচ জিতে।(রুকন ৭৩, দ্বীপ ৩৮, সাগর ৩০; আকরাম ২/৪৩)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের রুকন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

রুকনের হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, আম্পায়ার হাফিজুর রহমান টিপু ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।