জামালপুরে এপির উদ্যোগে বিনা মূল্যে বীজ বিতরণ

জামালপুরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:

পুষ্টির অভাব দূর করা এবং বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরিতে উৎসাহিত করতে লক্ষভুক্ত পরিবারগুলোর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন শতাধিক কৃষাণী এ প্রশিক্ষণের আওতায় এসেছে।

২৮ নভেম্বর উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে বীজ বিতরণ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

লক্ষ্মীরচরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, নগর উন্নয়ন কমিটির সভাপতি জেসমিন আক্তার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, শেফালী বেগম, সাধারণ সম্পাদক মামুন মিয়া, হালিম চৌধুরী প্রমুখ।

শরিফপুরে বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে সবজি বাগান তৈরি, পরিচর্যার কৌশল ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য জামালপুর পৌরসভা, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নের তিন শতাধিক কৃষাণীদের নিয়ে ১৫টি ভেন্যুতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশিক্ষণ দলে ২০ জন করে কৃষাণী অংশগ্রহণ করেন।

২৮ নভেম্বর কর্মএলাকায় কৃষাণীদের মাঝে চিচিঙ্গা, সীম, ডাটা, মূলা, পালং শাক, লাল শাক, ঢেঁড়শের বীজ এবং সবজি বাগান সুরক্ষার জন্য নেট বিতরণ করা হয়।