মোশারফ হোসাইন টি-২০ গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো গুলনাজ ওয়ারিয়র্স

চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে ফাইনালে বিজয়ী গুলনাজ ওয়ারিয়র্স ক্লাব দল। ছবি : বাংলারচিঠিডটকম

মোস্তফা মনজু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মরহুম মোশারফ হোসাইন টি—২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে গুলনাজ ওয়ারিয়র্স ক্লাব। ২৬ এপ্রিল ফাইনাল ম্যাচে তারা ঢাকার চন্দ্রিমা হাউজিং স্পোর্টস ক্লাবকে ১১১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের টসে জিতে গুলনাজ ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক মিলন প্রথম ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে। (মিলন ৪২, রনি ৩৫, সম্রাট ৩৩, সাজ্জাদ ২৭, সরকার ১৫, রিয়াজ ১৪; রনি ২/২৪, রিয়াদ ১/২৫, শাহাদাত ১/৪৮, বোলাররা অতিরিক্ত দিয়েছেন ৯ রান)।

টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রহণ করেন জামালপুরের সাইম মেমোরিয়াল ক্লাব দলের ব্যাটার সাদ ইবনে মোশারফ মুলার। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে চন্দ্রিমা হাউজিং স্পোর্টস ক্লাব দলের অধিনায়ক রনিরা। তারা ১৫.১ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করে হারের মুখ দেখে। গুলনাজ ১১১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। ( আমির ১৫; মুন্না ৩/২৫, সজিব ২/১০, প্লাবন ২/২০, রনি ১/১, ইনাম ১/১৫, বোলাররা অতিরিক্ত দিয়েছেন ৩ রান)

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন গুলনাজ ওয়ারিয়র্সের রনি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ও সাকিব। টুর্নামেন্ট সেরা হয়েছেন জামালপুরের সাইম মেমোরিয়াল ক্লাব দলের ব্যাটার সাদ ইবনে মোশারফ মুলার।

চ্যাম্পিয়ন গুলনাজ ওয়ারিয়র্স ক্লাব দল ও রানার্স আপ চন্দ্রিমা হাউজিং স্পোর্টস ক্লাব দল। ছবি : বাংলারচিঠিডটকম

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের আয়োজক ও ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশারফ মুলার এবং বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মাসুম রানা। এছাড়াও সাদ ইবনে মোশারফ মুলারের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল এ প্রতিবেদককে জানান, পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন গুলনাজ ওয়ারিয়র্স ক্লাব দলকে ট্রফি ও ৭০ হাজার টাকা এবং রানার্স আপ চন্দ্রিমা হাউজিং স্পোর্টস ক্লাব দলকে দেওয়া হয় ৩০ হাজার টাকা।