জামালপুরে পাঁচটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪১ জন

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হয়েছে। জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ৪১ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

তারা হলেন – জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) : বর্তমান এমপি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগনেতা নূর মোহাম্মদ, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্না, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার, ড. মোসাদ্দেক হোসেন ও শারমিন আক্তার।

জামালপুর-২ (ইসলামপুর) : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ, সাবেক সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ মোশাররফ বেবী, আওয়ামী লীগনেতা জিয়াউল হক, শাহিনুজ্জামান শাহীন, মঞ্জুর মোর্শেদ হ্যাপী, সাবেক ছাত্রলীগনেতা লালন, মীর শরিফ হাসান লেলিন, জাবেদ মোশারফ রূপক, শাহজাহান আলী মন্ডল, এস এম কামরুন্নাহার পারুল।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জাপান আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার, আওয়ামী লীগনেতা তারিক মালেক সিজার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান এলিন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফজলুল হক ও সাবেক ছাত্রনেতা সাহিদুর রহমান টুটুল।

জামালপুর-৫ (সদর) : বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক মুখ্যসচিব ড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী, সহ-সভাপতি আইনজীবী জাহিদ আনোয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, এফবিসিসিআই পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু ও জামালপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সালেহীন রেজা।

এদিকে নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী ছুটছেন ঢাকায়। প্রার্থী চূড়ান্ত করতেই তাদের এই দৌড়ঝাঁপ বলে জানা গেছে একাধিক সূত্রে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর শুক্রবার থেকে সোমবার মনোনয়ন যাচাই-বাছাই হবে, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার এবং নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।