ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর

ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সারাদেশে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে ১৪ নভেম্বর খালেদ মোশারফ বীর উত্তম ব্রীজ সংলগ্ন গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ফলক উম্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, এএসপি আভিজিত দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোর্সেদুর রহমান খান মাসুম, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও এলজিইডি বাস্তবায়নে উপজেলার গাওকুড়া জবেদা খাতুন প্রাথমিক বিদ্যালয় ও বেনুয়ারচর উত্তর প্রাথমিক বিদ্যালয় ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাপধরী ইউনিয়নের চেঙ্গানীয়া গ্রামে গৃহহীনদের নব নির্মিত ৪০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়।