দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ৪ নভেম্বর সকালে মডেল থানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- এ পতিপাদ্যে মডেল থানা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা সভা কক্ষে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ, বাবু নারায়ণ চন্দ্র, ওসি তদন্ত হাবিব সাত্তি, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম, ছাইদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, প্রসন্ন সরকার, সাংবাদিক মদন মহন ঘোষ, তারেক মাহমুদ, স্থানীয় এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান, সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এ ছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।