জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সরিষাবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামায়াত-বিএনপির ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বিকালে উপজেলার ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি তারাকান্দি গেট পাড় এলাকা থেকে শুরু হয়ে যমুনা সারকারখানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারাকান্দি বিজয় ভবনের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।

৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি উপজেলা শাখার সভাপতি চিকিৎসক শাহান শাহ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মইনুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরিষাবাড়ীতে কোনো প্রকার সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি টেকসই অর্থনীতি, আইনের শাসন বাস্তবায়নের কাজ করছে। এই অগ্রযাত্রা জ্বালাও-পোড়াও করে বিএনপি ধ্বংস করতে অবরোধ ডেকেছে। তাদের মোকাবেলায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সর্বদাই প্রস্তুত রয়েছে বলে বক্তব্য দেন তারা।