ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে যুবলীগের মশারি বিতরণ

জামালপুরে যুবলীগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জামালপুর সরকারি শিশু পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে জেলা যুবলীগ।

১১ সেপ্টেম্বর বিকেলে সরকারি শিশু পরিবারে মশারি বিতরণের আয়োজন করা হয়।

জামালপুরে যুবলীগের উদ্যোগে মশারি বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মশারি বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সহ-সভাপতি রিপন দাম, মামুনুর রশীদ শিল্পী, মোস্তাফিজুর রহমান সুমন, আনোয়ার হোসেন টুরু, যুগ্মসাধারণ সম্পাদক মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, রাশেদুল হক শোভন, শাহাবির দোলন, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক সুকান্ত কর্মকার, ত্রাণ সম্পাদক খোশবু আলম পরান, ক্রীড়া সম্পাদক আকবর আলি, শিল্প ও বাণিজ্য সম্পাদক উত্তম কর্মকার, সহসম্পাদক বাবু মোল্লা, উপদপ্তর মানিক সোম, সদস্য শিপলু, আব্দুর রহমান রাজু, সোলাই জাহান সোহাগসহ পৌর ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ডেঙ্গু প্রতিরোধের উত্তম উপায়। এছাড়া ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানোর পরামর্শ দেন তিনি।